চলো চেন্নাই। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের ফয়সালা হতে চলেছে দক্ষিণের এই শহরেই। ২২ মার্চ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দু দল। কিন্তু প্রশ্ন হল বিশাখাপত্তনমে কী হল ? প্রাক্তনদের মতে, মেঘলা আবহাওয়ায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই কাল হল। কারণ, বল ঘুরতেই ভারতীয় ব্যাটারও উইকেট দিয়ে চলে এলেন। এই রোগ নতুন নয়। অতীতেও অনেক ম্যাচে এই রোগ দেখা গিয়েছে। তারপরেও কোনও চিকিৎসা নেই।
পিচে জুজু ছিল এমন নয়। মিচেল স্টার্ককে সামলাতেই পারলেন না রোহিত থেকে বাকিরা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের দাবি, চেন্নাইতে অন্য ছবি দেখা যাবে। খুব দ্রুত শুধরে নেওয়া হবে ভাইজ্যাগের ভুল। তার জন্য আগে থেকেই শুরু হবে মেরামতির কাজ।
ভারতের মাটিতে এসে শেষ কবে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া, তা ভুলে গিয়েছেন স্টিভ স্মিথরা। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়, অজিদের চাঙ্গা করছে। চিন্নাস্বামীর বাইশ গজে তারাও একটা মরণ কামর বসাতে চান। ভারতের মতোই চেন্নাইয়ের এই মাঠ ফেভারিট অজিদের কাছে। অতীতে অনেক স্মরণীয় ঘটনা রয়েছে এই মাঠে।