T20 সিরিজে ২-১ ব্যবধানে জয়। এবার মঙ্গলবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। ওভালে নামছে রোহিত শর্মা ব্রিগেড। নজর থাকবে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ফর্মের দিকে ।
ইংল্যান্ড সফরে বোর্ডের নির্বাচকরা এবারও ভরসা রেখেছেন শিখর ধাওয়ানের ওপর। মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান। এদিকে বিরাট কোহলির পরপর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। কিন্তু বিরাটের পাশেই দাঁড়ালেন রোহিত। রোহিত বলেন, "উনি বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে, সেটা জানেন না। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টিম। এগুলো বাইরে থেকে বোঝা যায় না। তাই বাইরে কে কী বলল, তা নিয়ে আমরা চিন্তা করি না।"
ইংল্যান্ডের টিমও এবার বেশ শক্তিশালী। টিমে আছেন জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জো রুটের মতো ক্রিকেটাররা। ইংল্যান্ডের মাটিতে শেষ ৩টি ওয়ানডে ম্যাচেই হারতে হয়েছে টিম ইন্ডিয়া। তাই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে ইংল্য়ান্ড।
আরও পড়ুন: কপিলের ট্রেন্টব্রিজে অধরা সূর্যোদয়, সূর্যকুমারের ১১৭ রানের পরেও হার ভারতের
ব্যাটিং অর্ডার নিয়ে খুব বেশি পরিবর্তন করতে চাইছেন না অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে তিন নম্বরে নামবেন বিরাট কোহিল। ভাল ফর্মে আছেন সূর্যকুমার যাদব। চারে নামতে পারেন তিনি। পাঁচ বা ছয়ে নামবেন ঋষভ পন্থ। হার্দিকও এই পজিশনে পন্থের আগে নামতে পারেন। এরপর আছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। টিমের চার বোলার হিসেবে থাকছেন শার্দুল ঠাকুর, যুজভেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি।