দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসাবে তাঁর কৃতিত্বকে ছোট করা হয়েছে। গত রবিবার এই অভিযোগ করেছিলেন তিনি। অভিমান করেছিলেন বিশ্বকাপের মঞ্চে তাঁকে নিমন্ত্রণ না করার জন্য। কিন্তু কপিল দেব দূরে ঠেলে দিতে পারলেন না, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
এক বার্তায় কপিল জানিয়েছেন, হার-জিৎ-ই জীবনের আসল পরীক্ষা। তা বলে থেমে থাকা চলবে না। এই হার নতুন করে জয়ের অনুপ্রেরণা দেবে। এগিয়ে যেতে হবে। কারণ, ভুল থেকেই ক্রীড়াবিদরা শিক্ষা নেয়। কপিলের দাবি, এই ভারতীয় দলও বিশ্বকাপের হার থেকে শিক্ষা নেবে।
১৯৮৩ সালে এক কঠিন পরিস্থিতি থেকে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক কপিল দেব। তার বিশ্বজয়ের চার দশক পর রোহিত শর্মাদের সামনে সুযোগ এসেছিল, তৃতীয় বার বিশ্বকাপ জয়ের। কিন্তু আমেদাবাদের মাঠে তা হাতছাড়া হয়েছে। তাতে দমতে চান না কপিল। তাঁর বিশ্বাস, এই ভারত ফের জগৎ সভায় শ্রেষ্ঠ হবে।