৬৫ রানে জয় টিম ইন্ডিয়ার। মাত্র ৫১ বলে ১১১ রানের ইনিংস সূর্যকুমার যাদবের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে টিম ইন্ডিয়া। রেকর্ড রানে নিউজিল্যান্ডকে হারাল হার্দিক ব্রিগেড। নিউজিল্যান্ডের মাটিতে এটাই ভারতের সবথেকে বেশি রানে জয়।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে এদিন ওপেন করতে নামেন ইশান কিষাণ ও ঋষভ পন্থ। ইশান কিষাণ ৩৬ রান করে ফেরেন। লকি ফার্গুসনের ডেলিভারিতে মাত্র ৬ রানে ফেরেন ঋষভ পন্থ। ১৩ ওভারে ১০৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এরপরই ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে ৮২ রানের পার্টনারশিপ করেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে হ্যাটট্রিক করেন টিম সাউদি। না হলে রান ২০০-এর গণ্ডি পেরিয়ে যেত টিমের রান।
এদিকে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। ৪ উইকেট তুলে নেন দীপক হুডা। ৫২ বলে ৬১ রান করেন কেন উইলিয়ামসন। ১৮.৫ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ। ১২৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।