আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারতীয় ক্রিকেট দল (Team India)। এই নিয়ে পাঁচবার। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় অনূর্ধ্ব ১৯ (Under 19) বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জিতে নিল যশ ধূলের দল।
শনিবারের হাইভোল্টেজ ম্যাচে প্রথমে বল হাতে রাজ বাওয়া, রবি কুমারদের দাপট। তারপর ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেললেন শাইক রশিদ। অপরাজিত অর্ধশতরান করলেন নিশান্ত সিন্ধু। ১৯০ রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হল যুব ভারতীয় দল।
আরও পড়ুন: Sourav Ganguly: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে থাকবে না কোনও দর্শক, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। প্রাথমিক ধাক্কা সামলে অধিনায়ক যশ ধূলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন শাইক। শাইক ৮৪ বলের ইনিংসে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানের ইনিংস খেলেন। এরপর রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু মিলে দায়িত্ব কাঁধে তুলে নেন।
আরও পড়ুন: Virat Kohli U19 Team: বিরাট এবার ভিডিও কলে, বিশ্বকাপ ফাইনালের আগে টিমের সঙ্গে আড্ডায় মজলেন কোহলি
রাজ ৩৫ রান করে ফিরে গেলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান। শেষ পর্যন্ত দীনেশ বানাকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন নিশান্ত সিন্ধু। তিনি ৫০ রানে অপরাজিত থাকেন।