ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে ফুটবল ভক্ত সে কথা কারও অজানা নয়। তিনি স্কুলে পড়াকালীন সময় থেকেই নিজের দলের হয়ে গোলকিপিং করতেন। কিন্তু পরে বদলে যায় জীবন। ফুটবল প্রেম থাকলেও ক্রিকেট দুনিয়ায় রাজ করেন ধোনি। তাঁর খ্যাতি ছড়িয়ে পরে জগৎ জুড়ে।
কিন্তু মাহি ক্রিকেটার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও, সম্প্রতি এক পাঠ্য বইয়ে মাহিকে ক্রিকেটারের পরিবর্তে তুলে ধরা হল ফুটবলার হিসাবে। যে ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে মাহি ভক্তদের মধ্যে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে ওই পাঠ্য বইয়ের পাতার ছবিও।
আরও পড়ুন - গ্রিনের ডেলিভারিতে বোল্ড, প্রত্যাশা রাখতে পারলেন না পূজারা, হতাশ ক্রিকেটপ্রেমীরা
ভাইরাল ওই পাঠ্য বইয়ে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের ছবি ছাপা হয়েছে। যেখানে বিরাট কোহলির নামের নীচে লেখা রয়েছে ক্রিকেটার কিন্তু গোল বেঁধেছে মহেন্দ্র সিং ধোনির বেলায়। কারণ তাঁর নামের নিচে লেখা হয়েছে ফুটবলার।
তবে, শুধু ধোনি নয়, একই ভুল করা হয়েছে নেপালের ক্রিকেটার জ্ঞানেন্দ্র মল্লর ক্ষেত্রেও। পাঠ্য বইতে ধোনির মতোই জ্ঞানেন্দ্রকেও ফুটবলার হিসেবে উল্লেখ করা হয়েছে।