সময়টা বড়ই মন্দ চলেছে পাক অধিনায়ক বাবর আজমের। এশিয়া কাপ থেকে বিদায়, ভারতের কাছে হার-- এসবের পর এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ।
পাক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ, দেশের মানুষের আবেগের সঙ্গে খেলার। বিশেষ করে ভারতের বিরুদ্ধে হার এখনও মেনে নিতে পারছেন না পাকিস্তানের নাগরিকদের একাংশ।
শেহার সিনওয়ারি। পাক টেলিভিশন জনপ্রিয় মুখ তিনি। ২০১৪ সাল থেকে অভিনয় করছেন তিনি। এই অভিনেত্রী ঠিক করেছেন পাক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে থানায় যাবেন।
তাঁর অভিযোগ, ভারতের কাছে হেরে পাকিস্তানের মানুষের আবেগের সঙ্গে খেলেছেন বাবর। পাক হায়দরাবাদের এই বাসিন্দা এখনও ভারতের কাছে হারের ক্ষোভে ফুঁসছেন।
এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পাক ড্রেসিংরুম থেকেও বিরোধের আঁচ বাইরে এসেছে। অভিযোগ উঠেছে শাহিন আফ্রিদির সঙ্গে অধিনায়কের বিতন্ডাকে কেন্দ্র করে।
পরিস্থিতি যা তাতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এক পেসার ছাড়াই আসতে হবে পাকিস্তানকে। কারণ, নাসিম খেলবেন কীনা, তা এখনও স্পষ্ট নয়।