একতরফা ক্রীড়া সূচি। এশিয়ার ক্রিকেট কাউন্সিলের সূচি নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেই অভিযোগ উড়িয়ে দিল এসিসি। এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি এসিসি সভাপতি জয় শাহের বিরুদ্ধে সূচি তৈরি করা এবং প্রকাশ করার সম্পর্কে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। এই ব্যাপারে এসিসির অবস্থান খুব স্পষ্ট। গোটা প্রক্রিয়া তৈরি হয়েছে ডেভলপমেন্ট এবং এবং ফিন্যান্স কমিটির বৈঠকের ভিত্তিতে। তাই এই সূচি কোনও ভাবেই একতরফা নয়। কারণ গত ২২ ডিসেম্বর এই সূচি পাক ক্রিকেট বোর্ডকেও মেল করা হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি এসিসির।
দিন কয়েক আগেই এই সূচি প্রকাশ করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। সেই সূচি অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।
এই সূচি প্রকাশের পরেই পিসিবি টুইট করে অভিযোগ করে, একতরফা ভাবে ২০২৩ ও ২০২৪ সালের সূচি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে এশিয়া কাপও রয়েছে, যেটা হওয়ার কথা পাকিস্তানে। যখন এতটাই করা হয়েছে, তখন ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগের সূচিও তৈরি করে ফেলা যেত। তারা আশা করছে তাড়াতাড়ি জবাব পাবে। এবার পিসিবিকে তাদের জবাব ফিরিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।