ঘোষণা হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন। এই বছরের জুন মাসের সাত তারিখ থেকে শুরু হবে বিশ্ব টেস্টের ফাইনাল। খেলা হবে ইংল্যান্ডের ওভালের মাঠে। তবে কোন দুটি দেশ এই ফাইনাল খেলবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, লড়াই হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। হিসাব বলছে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবেন রোহিত শর্মারা।
গত বছর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ইংল্যান্ডের মাটিতেই প্রথম ফাইনালে খেলেছিল ভারত ও নিউজিল্যান্ডস। জিতেছিল কিউইরা। এবার তারা ফাইনালের ধারকাছেও নেই। এবার লড়াই ত্রিমুখী। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলবে বৃহস্পতিবার থেকে। চার ম্যাচের এই সিরিজে ভারত জিততে হবে কমপক্ষে ৩-০ ব্যবধানে।
সাড়ে পঁচাত্তর শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। যাদের ফাইনাল খেলা একপ্রকাশ নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৫৯ শতাংশ। আর তিন নন্বরে আছে শ্রীলঙ্কা।