নাগপুরে মলম বিতর্কে জল ঢেলে দিল আইসিসি। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মধ্যেই রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। প্রথম ইনিংসে ১৭৭ রানে আউট হওয়ার পর জাডেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলা হয়েছিল। মূলত অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের থেকে অনুপ্রাণিত হয়েই এই অভিযোগ করেছিল অস্ট্রেলিয়া দল। শুক্রবার তা খারিজ করা হল। অভিযোগ করা হয়েছিল, আঙুলে একধরণের মলম লাগিয়ে বল করেছেন জাডেজা। ম্যাচ রেফারি পাইক্রফ্ট তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, একটি ভিডিওতে দেখা গিয়েছে জাডেজা আঙুলে মলম লাগাচ্ছেন। কিন্তু সেটা বল বিকৃত করার জন্য নয়।
মূলত নাগপুর টেস্টের প্রথম দিনেই একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, জাডেজার আঙুলে মলম লাগিয়ে দিচ্ছেন মহম্মদ সিরাজ। সেই ভিডিওকে হাতিয়ার করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। অভিযোগ করা হয় বল বিকৃতির। সেই ভিডিও সরকারি ভাবে অভিযোগ হিসাবে তুলে দেওয়া হয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের হাতে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রথম দিনের খেলার শেষেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজাকে ডাকা হয় ম্যাচ রেফারির ঘরে। কেন আঙুলে মলম লাগানো হয়েছিল দু জনের কাছে ? জাডেজা জানান, তাঁর আঙুলের চোট সারাতেই এই মলম ব্যবহার করেছিলেন।