তিন মাস পর ফের ভারতের জার্সিতে যশপ্রীত বুমরা। বুড়ো আঙুলের চোট সারিয়ে মাঠে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। সবমিলিয়ে গুয়াহাটির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকেই মঙ্গলবার শুরু ভারতের বিশ্বকাপের প্রস্তুতি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেলেছে রাহুল দ্রাবিড়ের তরুণ ভারত। অপেক্ষা বিশ্বকাপের প্রস্তুতিতে দ্রাবিড়-রোহিত কম্বিনেশনে নতুন কী পাওয়া যাবে । পন্থ নেই, তাই উইকেটের পিছনে ইশান কিশান। যা ব্যাটিং শক্তিকে অক্সিজেন দেবে। তবে এই সিরিজে বুমরার দলে ফেরায় ভারতীয় দলের বোলিং শক্তিকে দ্বিগুণ করেছে। ফর্মে আছেন উমরান। এরসঙ্গে বুমরা-শামির যুগলবন্দী। তবে, বিশ্বকাপের প্রস্তুতিতে গুয়াহাটিতে নজর একজনের উপরেই। তিনি বিরাট কোহলি। ঘরের মাঠে শতরান রান চান সমর্থকরা।
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। দিনক্ষণ ঠিক না হলে, বিশ্বকাপের প্রস্তুতি কোনও খামতি চায় না টিম ইন্ডিয়া। হাতে অনেক রসদ, তাই সামনের সিরিজ গুলিতে তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চায় টিম ইন্ডিয়া। এই বছর ঘরের মাঠেই বেশ কয়েকটি কঠিন সিরিজ খেলতে হবে ভারতকে। তারমধ্যে রয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা চলে গেলেই ভারতে চলে আসবে অস্ট্রেলিয়া। তা মাথায় রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজে দলে পরীক্ষা চান রাহুল দ্রাবিড়ও।
গুয়াহাটির এই মাঠ টিম ইন্ডিয়ার কাছে বেশ পয়া। তাই জয় দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করতে চান অধিনায়ক রোহিত শর্মা। ফর্মে আছেন ব্যাটাররা। বিশেষ করে বাংলাদেশ থেকে সদ্য একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে ফিরেছেন ইশান কিশান। বিদ্যুতের গতিতে ব্যাট করছেন সূর্য কুমার যাদবও। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজকেই বিশ্বকাপ প্রস্তুতির পাখির চোখ ধরছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়।