মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। এক বাঘিনীই ব্যাট হাতে বল পাঠাচ্ছে মাঠের বাইরে, তার গায়ে নীল রঙের জার্সি৷ এই ম্যাসকটের নাম দেওয়া হয়েছে শক্তি (Shakti)৷ WPL এর ম্যাসকটের এই ভিডিয়ো বৃহস্পতিবার টুইটারে শেয়ার করেছেন বোর্ড সচিব জয় শাহ। এই ভিডিয়ো প্রচারের জন্য ব্যবহার করা হবে। ভিডিয়ো শেয়ার করে বোর্ড সচিব লেখেন, ‘‘ও দ্রুত, হিংস্র এবং আগুনে পূর্ণ! ও মাঠে আগুন জ্বালাতে প্রস্তুত।’’
India Vs Australia : প্রথম ঘণ্টাতে সেই স্পিনের দাপট, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ব্যতিক্রম ইন্দোর
এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, 'অভি তো বস সুরুওয়াত হ্যায়' (এই তো সবে শুরু)। আগামী ৪ মার্চ শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লিগ (WPL), প্রথম খেলা গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ২০ টি ম্যাচই মহিলাদের প্রবেশ অবাধ এমনটাই জানিয়েছে BCCI