তৈরি বেঙ্গালুরু। তৈরি টিম ইন্ডিয়া। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্য়াচে মুখোমুখি হচ্ছে ভারত। যে জিতবে, সিরিজ তার। এই পরিস্থিতিতে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি তৈরি বিশ্বকাপের আগে বাজি মারতে। রাজকোটে হার্দিক-কার্তিক জুটি ভারতের ভিত শক্ত করেছে। আর পিচকে কাজে লাগিয়ে বাকি কাজটা করেছেন আবেশ-হারসলের মতো ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম।
দিল্লি থেকে যে সফর শুরু হয়েছিল, তা রাজকোটে এসে দুই-দুই হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে তাই নিজের শহরেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে চান ভারতের কোচ রাহুল দ্রাবিড়। চিন্নাস্বামীর প্রতি ঘাস তাঁর চেনা। ফিরোজ শাহ কোটলা থেকে রাজকোট, অনেক ক্রটি-বিচ্যুতি কাটিয়ে নতুন করে দানা বাধছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে করেই আয়ারল্যান্ড রওনা দেবেন ক্রিকেটাররা। তার আগে বেঙ্গালুরুতে এই সিরিজের ফিনিস চান কোচ রাহুল দ্রাবিড়।
উল্টোদিকে দুই শূন্য়ে এগিয়ে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশাখাপত্তনম এবং রাজকোটে ভরাডুবি হয়েছে। শেষ ম্য়াচে আবার অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভাবুমা। তবে প্রোটিয়া কোচ মার্ক বাউচার জানিয়েছেন, সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে তাঁর দল। বিশ্রাম নিয়ে ফর্মে ফিরেছেন ডিকক। সঙ্গে মিলার, ক্লাসেন, ভ্যান ডুসেনদের নিয়ে তৈরি টপ অর্ডারের দিকে তাকিয়ে বাউচার।