India vs Australia 2022 : বিশ্বকাপের আগে মোহালিতে ফের ব্যর্থ ভারতীয় বোলিং, স্বীকার করলেন রোহিত

Updated : Sep 23, 2022 01:14
|
Editorji News Desk

মোহালিতে মিলল না কোনও অঙ্কই। যা ম্য়াচ শেষে স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু মোহালিতে রাহুল দ্রাবিড়ের ভারতকে দেখে মনে হল, যেন এখনও অনেক সময় তাঁদের হাতে আছে। ২৪ বলে ৪০ রান। এই অবস্থা থেকে মোহালিতে ম্য়াচ বার করে নিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্য়াচেই ভারত অধিনায়ক বলতে বাধ্য হলেন, তাঁরা এই ম্য়াচে ভাল বল করেননি। একইসঙ্গে রোহিত স্বীকার করলেন, খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হল। 

ইদানিং ক্যাচ ফসকানো যেন অভ্য়াসে পরিণত করেছেন ভারতীয় ক্রিকেটাররা। এই ম্য়াচেও অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলরা যে ক্যাচ ছেড়েছেন, তাতে অবাকই হতে হয়েছে। সেকারণে, রোহিতকে বলতে হয়েছে, যে সময়ে ঠিক উইকেট প্রয়োজন ছিল, তাঁরা সেই উইকেট নিতে পারেননি। বোলারদের আরও নিয়ন্ত্রত বোলিং করার পরামর্শ দিচ্ছেন অধিনায়ক। 

স্কোর বোর্ডে দুশোর উপর রান, খারাপ ছিল না বলেই মনে করেন রোহিত শর্মা। হার্দিকের প্রশংসা করে অধিনায়ক জানিয়েছেন, রোজ দুশো রান করা যায় না। তবে হার্দিক চেষ্টা করেছেন। মোহালি অতীত। দ্বিতীয় ম্য়াচ থেকে ভারত ঘুরে দাঁড়াবে বলেই আশা রোহিত শর্মার। ঘুরে দাঁড়াতেই হবে। এরপর দক্ষিণ আফ্রিকা আসবে। যারা আবার ২০১৮ সাল থেকে ভারতের মাটিতে অপরাজিত। তারপর বিশ্বকাপ। যা এখন থেকে কড়া নাড়ছে। 

Mohalirohit captainAustralia beat IndiaRohit Sharma

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ