ঝুলিয়ে রাখার অভ্যাস কিছুতেই যাচ্ছে না পাকিস্তানের। অবশেষে অনেক চিন্তাভাবনার পর বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে ১৪ অক্টোবর মাঠে নামতে রাজি হওয়ার কথা জানাল পিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তারা ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি।
প্রথমে ঠিক ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৫ অক্টোবর। কিন্তু ওই দিন থেকে শুরু হচ্ছে নবরাত্রী। তার নিরাপত্তার জেরেই সম্প্রতি ভারত-পাক ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছিল। গত সপ্তাহে নতুন দিন ঘোষণার পরেই তা জানানো হয় পিসিবি। এই সিদ্ধান্ত নিতেও এক সপ্তাহ লাগিয়ে দিলেন পাক ক্রিকেটের কর্তারা।
আরও পড়ুন : ওয়াঘা সীমান্তে পাকিস্তান হকি দল, ৯ অগাস্ট মুখোমুখি হবে ভারতের
৫ অক্টোবর থেকে ভারতে শুরু একদিনের বিশ্বকাপ। ৮ তারিখ ভারতের অভিযান শুরু হবে চেন্নাই থেকে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।