কেমন হবে আমেদাবাদের পিচ ? হোলি কাটিয়ে ফের মাঠে ফিরবে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগেই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে আলোচনা। কারণ, ভারতের মাটিতে শেষ তিনটি টেস্ট ম্যাচ গুটিয়ে গিয়েছে মাত্র তিন থেকে আড়াই দিনে। ইতিমধ্যেই ইন্দোরের পিচকে নিজেদের রিপোর্টে খারাপ বলেই উল্লেখ করেছে আইসিসি। প্রধানমন্ত্রীর নামের স্টেডিয়ামের মাঠে তাই এই কালি যাতে না পরে, তার জন্য এখন থেকেই উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। ৯ মার্চ থেকে আমেদাবাদে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট।
তবে গুজরাত ক্রিকেট সংস্থার এক কর্তার দাবি, পিচ কেমন হবে সেই নির্দেশ এখনও তারা ভারতীয় দলের পাননি। অতীতের মোতেরা ব্যাট এবং স্পিনের জন্যই বিখ্যাত। এই মাঠে অভিষেক ম্যাচে আট উইকেট নিয়েছিলেন নরেন্দ্র হিরওয়ানি। আবার এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। সেই ম্যাচে আগুন ঝড়িয়েছিলেন ডেইল স্টেন।
সম্প্রতি এই মাঠে হয়েছিল রণজি ট্রফির ম্যাচ। সেই ম্যাচে এক ইনিংসে ৫০০ রানে বেশি করেছিল রেলওয়েজ। তাই মনে করে হচ্ছে, এবারও হয়তো আমেদাবাদের পিচের চরিত্র না-ও বদলাতে পারে।