সিরিজের তিনটি টেস্টের পিচ নিয়েই খুশি নয় ICC। নাগপুর, দিল্লি, ইন্দোরের পিচ নিয়ে তাদের অসন্তুষ্টি ছিলই৷ এবার আমেদাবাদের পিচ নিয়েও উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার টেস্ট শুরু হওয়ার কথা, অথচ অভিযোগ এখনও নাকি পিচই তৈরি হয়নি। এই পরিস্থিতিতে স্বভাবতই আঙুল উঠছে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে।
কী ধরণের পিচ তৈরি হবে তা নিয়ে সংশয় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তাদের কাছে কোনও নির্দেশ আসেনি বলেই পিচ তৈরিতে সময় লাগছে। এক আধিকারিকের কথায়, ‘‘আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।’’ ৯ মার্চ থেকে আমেদাবাদে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট।