বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি কেকেআর-আরসিবি। আর তার আগেই ক্রিকেট-জ্বরে কাঁপছে কলকাতাবাসী। দীর্ঘ তিন বছর পর করোনাভীতিকে দূরে সরিয়ে রেখে ফের একবার ঘরের মাঠে নামবে কলকাতা। কিন্তু এই ম্যাচে কোন নাইটরা নজর কাড়তে পারেন, তা জানাচ্ছে এডিটরজি বাংলা।
শুরুতেই নজরে থাকবেন অধিনায়ক নীতিশ রানা। এই মরশুমে বাড়তি দায়িত্ব সত্ত্বেও নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৭ বলে ২৪ করেন তিনি। কিন্তু এই ম্যাচে তাঁর ওপরই নির্ভর করছে নাইটদের টপ অর্ডার।
আন্দ্রে রাসেল হলেন এই টিমের মণিমুক্তোসম এক ক্রিকেটার। মিডল অর্ডারে নামা রাসেল একা হাতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁকে ভাল বোলিংয়ের দিকেও নজর দিতে হবে।
অনামী রিঙ্কু সিংয়ের ঝুলিতেও দারুণ কিছু শট রয়েছে। পাঞ্জাব ম্যাচে ব্যর্থ হলেও আরসিবি ম্যাচে ঘরের মাঠে জ্বলে উঠতে তৈরি রিঙ্কু। আর একবার দাঁড়িয়ে গেলে তাঁকে আউট কিন্তু বেশ মুশকিল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
সুনীল নারাইন হলেন সেই ক্রিকেটার, যিনি নিজের দিনে ব্যাট-বল দুদিকেই জ্বলে উঠতে পারেন। আগেও নাইটদের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। ফলে তাঁর ওপর বাড়তি প্রত্যাশা রয়েছে নাইট সমর্থকদের।
বোলিং বিভাগে নজর কাড়তে পারেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। পাঞ্জাব ম্যাচে ২ উইকেট নেওয়া সাউদি নতুন বল হাতে বেশ বিপজ্জনক। বল সুইং করাতেও সিদ্ধহস্ত এই বোলার।
টিম সাউদির সঙ্গে নজরে থাকবেন ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব। গতির দৌড়ে বহু পেসারকেই মাত করার ক্ষমতা রাখেন তিনি। আজকের ম্যাচে তাঁকে আরও দায়িত্ব নিতে হবে।