সানরাইজার্স ম্যাচে শেষ বলে জিতেও ভাগ্যের ফের। হারতে হয় রাজস্থান রয়্যালসকে। টসের সময় অধিনায়ক সঞ্জু স্যামসন জানান, সেই হারের ক্ষত এখনও টাটকা। ইডেনে সেই হারের বদলা কেকেআরের উপরই যেন তুলে নিল রাজস্থান। সুযোগই পেল না কলকাতা নাইট রাইডার্স।
ইডেনে রাজস্থানের বিরুদ্ধে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কার্যত শেষ কলকাতার। তবে সুযোগ যে নেই, এমন নয়। শুধু আগামী দুটি ম্যাচে জিতলেই হবে না, অনেক সমীকরণও আছে। আগামী ম্যাচে রিঙ্কু সিংদের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
দুই ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট পেতে পারে কলকাতা। কিন্তু শেষ তিনটি ম্যাচেই হারতে হবে লখনউ সুপার জায়ান্টসকে। শুধু তাই নয়, মুম্বই ও সানরাইজার্সকেও জিততে হবে। তবেই প্লে-অফে উঠতে পারে কেকেআর।
এই ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। ১০ পয়েন্ট নিয়ে এখনও ৭ নম্বরে কেকেআর। শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।