সিনেমা হলে এবার ক্রিকেট বিশ্বকাপ। ভারতের ২৫টি শহরে এই ব্যবস্থা করল আইসিসি। এই প্রথম ঠান্ডা সিনেমা হলে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের মজা নিতে পারবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সঙ্গে পপকন আর ঠান্ডা পানীয়। সম্প্রতি আইনক্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে আইসিসির। তাতে ঠিক হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্য়াচ দেশের ২৫টি শহরে দেখাবে আইনক্স।
ভারতের ম্য়াচ ছাড়াও সিনেমা হলে গিয়ে আপনি দেখতে পারবেন গ্রুপের প্রতিটি ম্য়াচ। এছাড়া থাকছে সেমিফাইনাল ও ফাইনাল। এক বিবৃতিতে একথা জানিয়েছে আইনক্স। ১৬ অক্টোবর থেকে প্রস্তুতি ম্য়াচ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ তারিখ থেকে শুরু হবে মূলপর্ব। ২৩ অক্টোবর ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিরুদ্ধে।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত। তারপর থেকে আর কাপ ভারতে আসেনি। এবার দায়িত্ব রোহিত শর্মার কাঁধে। কিন্তু মাঠে নামার আগেই এবার ভারতীয় শিবির মিনি হাসপাতাল। একে একে মাঠের বাইরে জাডেজা, বুমরা, দীপক চাহাররা।