রবিবার আইপিএলের ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে। টানা দুবার আইপিএল জয় পাক অথবা না পাক, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ থাকবে গুজরাতেই।
ইতিমধ্যেই ৮৫১ রান করে ফেলেন শুভমান গিল। শীর্ষে ছিলেন দুপ্লেসি। আর তাঁর সঙ্গে লড়াই করার মতো কোনও ব্যাটার তালিকায় নেই। তাই এবার অরেঞ্জ ক্যাপ শুভমানেরই নিশ্চিত। এদিকে পার্পল ক্যাপের লড়াইয়ে গুজরাত টিমের তিন বোলারই এগিয়ে। শীর্ষে আছেন মহম্মদ শামি। ২৮ উইকেট নিয়েছেন তিনি। ২৭ উইকেট নিয়ে ঠিক তার পরেই আছেন রশিদ খান। শুক্রবার ৫ উইকেট পেয়েছেন মোহিত শর্মা। তিনি তিন নম্বরে আছেন। চেন্নাই টিমের তুষার দেশপান্ডে তুলেছেন ২১ উইকেট।