রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন করতে পারেননি। কিন্তু অধিনায়ক বিরাটের (Virat Kohli) অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন বিরাটের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে যায় তিন অনুরাগী। বিরাটও নিরাশ করেননি। তুললেন সেলফি।
রবিবার টেস্টের (Day-Night Test) দ্বিতীয় দিন শেষ সেশনে ঘটনাটি ঘটে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন তিন ফ্যান। সরাসরি বিরাটের কাছে আসেন তাঁরা। প্রথমে একটু থমকে গেলেও প্রত্যেকের সঙ্গে সেলফি তোলেন বিরাট। ক্রিকেটাররা এখন বায়ো-বাবলে আছেন। অনুরাগীদের তাই বেশি কাছে আসতে মানা করেন তিনি।
আরও পড়ুন: সিরিজ জিততে ভারতের চাই আর ৯ উইকেট, বেঙ্গালুরুতে ভগবানই ভরসা শ্রীলঙ্কার
কিছুক্ষণের মধ্যেই মাঠের নিরাপত্তারক্ষীদের নজরে আসে বিষয়টি। তিনজনকে বের করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।