বৃহস্পতিবার ইডেনে সেমিফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই কলকাতায় রয়েছে। কিন্তু কোনও উত্তেজনা নেই তিলোত্তমায়।
ক্রিকেট প্রেমীদের অনেকেই ভেবেছিলেন ইডেনে সেমিফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ থাকবে পাকিস্তান। কিন্তু সেই হিসেবে মেলেনি। সেকারণে উত্তেজনাহীন ইডেনের সেমিফাইনাল ম্যাচ। ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও ইডেনের ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
গত ৯ নভেম্বর থেকে অনলাইনে ইডেন ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ছ-দিন পেরিয়ে গেলেও সেই ম্যাচের টিকিট কেনার খদ্দের নেই। কারণ কলকাতায় খেলতে আসছেন না রোহিত, কোহলিরা।
এদিকে বৃহস্পতিবার থেকেই কলকাতার আকাশের মুখ ভার থাকতে পারে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতায়।