ন্যূনতম মূল্য ছিল মাত্র ৪০ লক্ষ। সেখান থেকে একেবারে ৮.২৫ কোটি টাকায় সিঙ্গাপুরের(Singapore) ক্রিকেটার টিম ডেভিডকে(Tim Davis) কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)।
তবে টিম ডেভিড(Tim David) এই প্রথম আইপিএলে(IPL) খেলছেন না। এর আগে, গতবছর প্রথমবার টিম ডেভিডকে দলে নেয় আরসিবি(RCB)। কিউয়ি ব্যাটার ফিন অ্যালেনের(Fin Allen) পরিবর্তে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(Royal Challengers Bangalore)। যদিও এই অলরাউন্ডারটি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ(Big Bash), পিএসএল(PSL) সহ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ।
আর পড়ুন- IPL 2022: গুজরাটি ভাষায় ভিডিও বার্তা মহম্মদ শামির, মাঠে নেমে আগুন ঝরাতে চান ভারতীয় পেসার
১৯৯৬ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে(Singapore) টিম ডেভিডের জন্ম। বাবা রডারিক ডেভিডও সিঙ্গাপুর দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। টিম ডেভিড(Tim David) সিঙ্গাপুরের হয়ে বেশকিছু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন। ২৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার একটু দেরিতে হলেও অবশেষে লাইমলাইটে এলেন আইপিএলের(IPL) দৌলতে।