অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে ৪ উইকেট। ম্যাচের সেরাও হলেন তিতাস সাধু। টেস্ট ও ওয়ানডে সিরিজে সুযোগ পাননি তিনি। ম্যাচের পর জানালেন, এবার তাঁর অনেক খরচ হয়ে যাবে। কেন ম্যাচের সেরা হয়ে খরচ নিয়ে চিন্তায় বাংলার পেসার!
মেয়েদের টিম ইন্ডিয়ার কিছু অলিখিত নিয়ম তৈরি হয়েছে। ম্যাচের সেরা হলে দলের সবাইকে খাওয়াতে হয়। এই নিয়ে তৃতীয়বার ম্যাচের সেরা হয়েছেন তিতাস। তাই এবার হরমনপ্রীত, স্মৃতিদের খাওয়ানোর দায়িত্ব তিতাসের। শুক্রবার দ্বিতীয় ওভারে ২ উইকেট তুলে নেন তিনি। তিতাস বলেন, অনেকদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে তাঁর। ম্যাচের সময় শিশির পড়ছিল। সেটাও সাহায্য করেছে বলে মনে করছেন তিতাস।
আরও পড়ুন: দুটি টেস্ট সিরিজ সময় নষ্ট, কেন বললেন বিরাটদের প্রাক্তন কোচ
অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে ১৪১ রান করে। প্রথম ইনিংসেই ৪ উইকেট নেন তিতাস। ১৪১ রাানে অলআউট হয় অজিরা। অধিনায়ক হরমনপ্রীতও তিতাসের বোলিংয়ের প্রশংসা করেন।