আজ রাজার জন্মদিন। জন্মদিন মানে তো জীবনের একটা দিন বেড়ে যাওয়া। কিন্তু রাজার কাছে এই জন্মদিনের অর্থ নবজন্ম। হ্য়াঁ ঠিক তাই। কারণ, অস্ট্রেলিয়া বিরাটকে নবজন্ম দিয়েছে। খারাপ, না এই বিশেষণ ঠিক নয়। বরং বলা ভাল খুব কঠিন, দুর্গম এবং অসহনিয় এক যন্ত্রণার মধ্যে দিয়ে গত একবছর কাটাতে হয়েছে বিরাটকে। ব্য়াটে রান নেই। মাঠের বাইরে গঞ্জনা। অধিনায়কত্ব হারানো। এই সব কিছুই ঘটেছে এক এবং গত এক বছরের বেশি সময় ধরে।
রাজা হেরে যাননি। লড়াই করছেন। সেই লড়াইয়ের প্রাপ্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে নবজন্ম। এবার যেন এক অন্য় বিরাট। একটা দক্ষিণ আফ্রিকা ম্য়াচ বাদ দিলে কোহলি যেন এখন ভারতীয় দলের রানের ফুলঝুরি। বিশেষ করে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর মহারাজকীয় ইনিংস হয়তো আর একদশক থেকে যাবে ভারতীয়দের মনে। একে একে নেদারল্যান্ডস, বাংলাদেশ - সব ম্য়াচেই বিরাট অবতার।
বয়স কত হল, জানতে চাওয়াটা ভুল হবে। বরং আস্থা থাকুক, বিরাট ব্যাটে রান যেন চলতেই থাকে। সামনের বছর ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে অনেক কিছুই থাকবে। তাই জন্মদিনে শুভেচ্ছার সঙ্গে প্রার্থনা, রান যেন চলতেই থাকে। বন্ধু বিরাটকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল থেকে এবি ডেভিলিয়ার্স। রান চাই বিরাট। জন্মদিনে শুভেচ্ছা টিম ইন্ডিয়ার।