রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ মুম্বইয়ের অনুরাগীরা। এবার হার্দিককে নিয়ে সরব হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং সানরাইজার্স হায়দরাবাদে প্রাক্তন কোচ টম মুডি।
মুডির কথায়, ২২ গজে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন হার্দিক। আগামী দিনে নিশ্চয়ই তাঁর পাশে থাকবেন সতীর্থরা। তবে, ম্যাচ হারলে এই লড়াই হার্দিকের জন্য কঠিন হতে পারে।
টম মুডির কথায়, 'হার্দিক এমন একটি দল পেয়েছেন যা তাঁর পাশে থাকবে এবং পারফরম্যান্সের চাপ দূর করবে। তিনি ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের সমর্থন পাবেন কারণ তিনি অলরাউন্ডার হিসেবে একজন দুর্দান্ত পারফর্মার।'
আরও পড়ুন - ভোটের আগে শুরু হতে পারে আইপিএলের দ্বিতীয় পর্ব, ফাইনাল সম্ভবত ১৯ মে
একইসঙ্গে হার্দিককে নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। মুডির কথায় হার্দিক যখন ম্যাচ হারতে শুরু করবেন, তখন অধিনায়কত্ব কঠিন হয়ে যেতে পারে। তখন হার্দিকের সিদ্ধান্তে ত্রুটি খোঁজার চেষ্টা করবেন। '