৯৫ রানে অপরাজিত ছিলেন। শুরুতেই সেঞ্চুরি স্টিভ স্মিথের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দিনের খেলাও শুরু। দিনের প্রথম সেশনে কিছুটা হলেও সাফল্য পেল টিম ইন্ডিয়া। ১৬৩ রানে ফিরলেন ট্রেভিস হেড। এখনও অপরাজিত স্টিভ স্মিথ।
বুধবার প্রথম দিন মাত্র ৭৬ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরই বড় রানের পার্টনারশিপ করেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের সকালেই হেডকে ফেরালেন সিরাজ। ক্যামেরুন গ্রিনের উইকেট তুলে নেন মহম্মদ শামি।
আরও পডুন: সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?