ঘরের মাঠে এবার বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের লড়াই। মেগা টুর্নামেন্টের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করবে বিসিসিআই। দলে ফিরতে পারেন দুই তারকা। জসপ্রীত বুমরা ও কেএল রাহুল। বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের জন্য নিজেদের বাঁচিয়ে রাখছিলেন দুই তারকা।
আগেই শোনা গিয়েছিল, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বুমরা। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন বুমরা। এনসিএ-তে তাঁর ফিটনেস পরীক্ষা হয়। ধীরে ধীরে বোলিংয়ের ছন্দ ফিরে পেয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আইপিএল চলাকালীন চোট পান কে এল রাহুলও। এরপর থেকে জাতীয় দলে বাদ পড়েছেন তিনি। আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন তিনিও।
আরও পড়ুন: সাফ কাপের সেমিফাইনালে ফের লেবানন, তার আগে ফিফার থেকে সুখবর পেলেন সুনীলরা
এনসিএ-তে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বুমরা। কে এল রাহুলও এশিয়া কাপে টিমে ফিরতে পারেন। ঋষভ পন্থ বিশ্বকাপের আগে ফিট হবেন কিনা, তা যদিও জানা যায়নি।