রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার উইলোমোর পার্কে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবথেকে সফল টিম ভারত। এবার উদয় সাহারানের নেতৃত্বে আরও একবার জয়ের লক্ষ্যে নামবে ভারত। কারা ভারতকে এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। মোট ৮বার ফাইনালে উঠলেও ৫বার জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। দেখে নিন পরিসংখ্যান।
২০০০
প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত। অধিনায়ক ছিলেন মহম্মদ কাইফ। শ্রীলঙ্কাকে হারায় টিম ইন্ডিয়া। দলে ছিলেন যুবরাজ সিংও। এটই প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়।
২০০৬
ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। ওই দলে ছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, পীযূশ চাওলারা। পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে।
২০০৮
২০০৮ সালে ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। দলে ছিলেন সৌরভ তিওয়ারি, মণীশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, সিদ্ধার্থ কাউলরা।
২০১২
২০১২ সালে ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। উন্মুক্ত চাঁদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারায় টিম ইন্ডিয়া। দলে ছিলেন হনুমা বিহারী, সন্দীপ শর্মা।
২০১৬
২০১৬ সালে ইশান কিষাণের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। দলে ছিলেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খানরা। কিন্তু হারতে হয় তাঁদের।
২০১৮
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়। পৃথ্বী শ-এর নেতৃত্বে জেতে টিম ইন্ডিয়া। দলে ছিলেন শুভমান গিল, শিবম মাভিরা।
২০২০
২০২০ সালেও ফাইনালে উঠলেও হারতে হয় ভারতকে। ডিআরএস মেথডে হারে প্রিয়ম গর্গের টিম। দলে ছিলেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রবি বিষ্ণোই।
২০২২
২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম খেতাব জয় করে ভারত। ইয়াশ ধুলের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করে জেতে।