অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপের ফাইনালে ম্যাচে সেরার খেতাব ছিনিয়ে নিয়েছেন চুঁচুড়ার বাসিন্দা তিতাস সাধু (Titas Sadhu)। এবার তাঁর লক্ষ্য টিম ইন্ডিয়ার (India) ক্যাপ্টেন হওয়া।
তিতাস জানিয়েছেন, কেরিয়ার সবে শুরু করেছেন। এখনও তাঁকে প্রচুর পরিশ্রম করতে। হবে আপ্রাণ চেষ্টা করবেন সকলের পরামর্শ মাথায় রেখে এগিয়ে যাওয়ার। তবে, আপাতত তাঁর লক্ষ্য ২০২৫ সালে মেয়েদের বিশ্বকাপ জিততে চান।
আরও পড়ুন- ২১ মাসের জন্য নির্বাসিত দীপা কর্মকার, ডোপিংয়ের অভিযোগে শাস্তি বাঙালি জিমন্যাস্টকে
পোচেস্ট্রুমের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই অগণিত মানুষের ভালোবাসা, সংবর্ধনায় বদলে গিয়েছে বঙ্গতনয়ার জীবন। কিন্তু এখনও বাকি অনেকটা পথ।