আইপিএলে ফের গড়াপেটার গন্ধ। RCB টিমের অন্দরের খবর জানতে ক্রিকেটারকে ফোন। BCCI-এর অ্য়ান্টি কোরাপশন ইউনিটের (ACU-BCCI) কাছে এমনই অভিযোগ জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। ফোন করে সিরাজের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সিরাজ জানিয়েছেন, যিনি ফোন করেছেন, তিনি কোনও বুকি নন। হায়দরাবাদের একজন বাসচালক। আইপিএলের প্রত্যেক ম্যাচে জুয়া খেলেতেন। সম্প্রতি অনেক টাকা জুয়ায় খুইয়েছেন তিনি। এবার আরসিবি টিমের অন্দরমহলের খবর জানতে চেয়ে সিরাজকে ফোন করেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: ধোনির অন্ধ ভক্ত! বাইক বিক্রির টাকা দিয়েই খেলা দেখতে গোয়া থেকে বেঙ্গালুরু পাড়ি যুবকের
এর আগে আইপিএল বেটিংয়ের জন্য গ্রেফতার হন ক্রিকেটাক শ্রীসন্থ, অঙ্কিত চৌহান, অজিত চান্ডিলা। গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দুবছর নির্বাসিত করা হয়। ২০২১ সালে আইপিএলে গড়াপেটার কথা জানার পরেও বোর্ডকে না জানানোয়, সাসপেন্ড করা হয়েছিল সাকিব আল হাসানকে।