ফের হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১০ উইকেটে সহজ জয় ইউপি ওয়ারিয়র্সের। শুক্রবার বেবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক স্মৃতি মান্ধানা। এলিস পেরি হাফসেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ১৩৮ রান তোলে আরসিবি।
ইউ ওয়ারিয়ার্সের হয়ে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সফি একেলস্টোন। রান তাড়া করতে নেমে WPL-এ সর্বাধিক রান করেন ইউপি ওয়ারিয়ার্সের অধিনায়ক অ্যালিসা হিলি। ৯৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ওপেনার দেবিকা বৈদ্য ৩৬ রান করে অপরাজিত ছিলেন। এই জয়ের পর পয়েন্ট টেবিলে দিল্লির সঙ্গে একই পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল ইউপি ওয়ারিয়ার্স।
এই নিয়ে পরপর চার ম্যাচে হার আরসিবির। WPL-এর শুরুটা একেবারেই ভাল হল না স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের। এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে টিম, সেটাই আশা আরসিবি সমর্থকদের।