শনিবার ভারত-পাক (India-Pakistan) মহারণ। আর এই মহাযুদ্ধের আগে বিরাট কোহলিকে (Virat Kohli) শুভেচ্ছা জানালেন বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার উসেইন বোল্ট- (Usain Bolt )। জামাইকান এই কিংবদন্তি একটি টুইটে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে শূন্যে ভাসছেন বোল্ট।
এই ছবির ক্যাপশনে বোল্ট লেখেন, 'কোহলি আগেরদিন তোমার ডাইভ দেখেছি। মাঠে তুমি দ্রুততম বটে কিন্তু বাতাসে দ্রুততম আমিই। তোমার পরের ম্যাচ আমি দেখব। চাক দে ফাট্টে।'
আরও পড়ুন - নেতৃত্ব হারাতে ভয় পান না, ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরের গলায় কেন এমন সুর!
সোশ্যাল মিডিয়ায় বোল্টকে জবাব দেন কিং কোহলিও। তাঁকে প্রতিশ্রুতি দিয়ে বিরাট লেখেন, 'উসেইন পাজি! আগামিকালের জন্য অতিরিক্ত একশো মিটার স্প্রিন্ট অনুশীলন করে তৈরি হচ্ছি।'