ইংল্যান্ডকে (England) হারিয়ে যুব বিশ্বকাপ (ICC Under 19 World Cup) চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে (Team India) অভিনন্দন জানালেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণ (VVS Laxman)। ক্রিকেটারদের পাশাপাশি নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন লক্ষণ। টিমের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন ভিভিএস। লক্ষণ জানিয়েছেন, টুর্নামেন্টের মাঝখানে করোনা অতিমারী হানা দিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু ক্রিকেটাররা অসীম সাহস এবং পজিটিভ মানসিকতার পরিচয় দিয়েছেন।
আরও পড়ুন: Under-19 World cup: ব্রিটিশদের গুঁড়িয়ে পঞ্চমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
কোনও ঘরোয়া টুর্নামেন্ট না খেলেই ভারতীয় দল যেভাবে বিশ্বকাপ জয় করেছে, তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিভিএস। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে তিনি জানিয়েছেন, এশিয়া কাপ বাদে যুব ভারতীয় দল আর কোনও টুর্নামেন্ট খেলার সুযোগ পায়নি, কিন্তু তাদের প্রস্তুতিতে কোনও ঘাটতি ছিল না।