ময়দানের ফুটবলে দলবদলে একটা সময় ছিল যখন কৃশাণু দে, শিশির ঘোষদের নিয়ে এই ভাবে টানাটানি হত। ২০২৪ সালের আইপিএলের বল মাঠে পড়ার আগেই তিনি এবার মহাগুরু। তিনি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তাই গুজরাত ছেড়ে মুম্বই ফেরার পর সোমবার প্রথমবার নিজের প্রতিক্রিয়া দিলেন হার্দিক। তবে কথায় নয়, সাজিয়ে দিলেন একটি ভিডিও কোলাজ।
আজ থেকে আট বছর আগে ১০ লক্ষ টাকায় মুম্বইয়ে প্রথমবার আইপিএল খেলার সুয়োগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। সেই নিলামের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। গুজরাতকে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করে তাঁর ঘরওয়াপসি হল ১৫ কোটি টাকায়।
হার্দিককে ফের মুম্বই ফিরিয়ে আনতে পেরে খুশি মুম্বইয়ের মালিক নীতা আম্বানি। এক বার্তায় তিনি জানিয়েছেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে। এদিকে হার্দিককে হারিয়ে গুজরাতের দল মালিক বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, নতুন দল হিসাবে হার্দিকের জন্যই গুজরাত পরিচয় পেয়েছিল। হার্দিক তাঁদের কাছে মুম্বই ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাতে তাঁরা সায় দিয়েছেন।