ক্যারিয়ার শুরুর পর থেকেই নানান বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি(Vinod Kambli)। এবার মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালেন তিনি। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বান্দ্রা থানায়(Bandra Police Station)। কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ (বেপরোয়াভাবে গাড়ি চালানো), ৩৩৬ (অন্যের জীবন বা নিরাপত্তা বিঘ্নিত করা) এবং ৪২৭ (ইচ্ছাকৃত ক্ষতি করা) ধারায় মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার বিকেলে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন বিনোদ কাম্বলি(Vinod Kambli)। ফেরার পথে নিজের আবাসনের মূল দরজায় ধাক্কা মারেন তিনি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ(Police)। পরে অবশ্য জামিনে মুক্তি পান এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
কাম্বলিকে(Kambli) নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। এমনকি, বেহিসেবি জীবনযাপনের জন্য তাঁর ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয়ে যায় বলেই অভিযোগ।