বিশ্বকাপে কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে হারেনি ভারত (India in World Cup)। গতবার T20 বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে সেই মিথ ভেঙে যায়। প্রথমবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই লজ্জা, সেই অপরাধবোধ বিরাটকে যেন কুরে কুরে শেষ করে দিয়েছিল। ফর্ম হারিয়েছিলেন। রানে ফিরতে পারছিলেন না। বিশ্রাম নিতে হয়েছিল। রবিবার মেলবোর্ন ছিল তারই জবাব দেওয়ার মঞ্চ। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে ৭৮ বলে ১১৩ রানের পার্টনারশিপ গড়লেন বিরাট। নিজে করলেন ৮২ রান। ম্যাচের সেরাও হলেন তিনি।
এদিন ৬টি চার ও চারটি ছয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন হার্দিক। ৪০ রান করেন তিনিও। যখন পরপর উইকেট পড়ছে, তখনই জয়ের আশা অর্ধেক শেষ হয়ে যায়। সেই সময় টিমের হাল ধরেন বিরাট ও হার্দিক। কঠিন পরিস্থিতির গিঁট একের পর এক ছাড়িয়ে ম্যাচকে সহজ করেন বিরাট ও হার্দিক। দীপাবলীর (Diwali 2022) আগে শেষ বলে এসে পাকিস্তানকে হারিয়ে জেতে টিম ইন্ডিয়া (India vs Pakistan in T20 WC 2022)।
আরও পড়ুন: শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াই, বিরাট-হার্দিক জুটিতে T20 বিশ্বকাপে পাক বধ ভারতের
এশিয়া কাপের প্রথম ম্যাচেও পাকিস্তানকে হারানোর অন্যতম নায়ক ছিলেন হার্দিক। এদিনও তিন উইকেট তুলে নিয়েছেন হার্দিক। বিরাটের সঙ্গে খেললেন অবিশ্বাস্য ইনিংস।