ইডেনে নামার আগেই দুটি সুখবর ও একটি দুঃসংবাদ টিম ইন্ডিয়ার (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পেয়ে বাদ পড়েছেন যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আর সুখবর, ওয়াডে ব়্যাঙ্কিংয়ে (ODI Ranking) প্রথম দশে দুই ভারতীয় ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
বৃহস্পতিবার ম্যাচের আগে রোহিত শর্মা প্রথম একাদশ ঘোষণা করেন। গত ম্যাচে টিমে থাকা চাহালকে বাইরে রেখেই ইডেনে নামেন রোহিতরা। তাঁর পরিবর্তে দলে এসেছেন কুলদীপ যাদব। এদিকে প্রথম ম্যাচে রানে ফিরেছেন বিরাট ও রোহিত। সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন বিরাট। রোহিতের ব্যাট থেকেও এসেছে ৮৩ রানের ইনিংস। ওয়ানডে ব্যাটিং তালিকায় ত্ছয় নম্বরে বিরাট। আটে আছেন রোহিত শর্মা।
আরও পড়ুন: আফগানিস্তানে সিরিজ বাতিল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ছেড়ে দেওয়ার পাল্টা হুমকি রশিদ খানের
ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ডার ডুসেন।