প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) পুমার একটি বিশেষ গোল্ডেন বুট উপহার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। সঙ্গে দিলেন একটি আবেগঘন নোট (Emotional Note)। তাতে লিখলেন, বিরাট লেজেন্ডারি ক্যাপ্টেন আর অসাধারণ নেতা। সতীর্থ হিসেবে বিরাটকে পেয়ে গর্বিত তিনি।
তাঁর পাঠানো নোটে যুবি লেখেন, বিরাটের শৃঙ্খলাবোধ ও মাঠে প্যাশন তাঁকে মুগ্ধ করে। তাঁর খেলার প্রতি দায়বদ্ধতায় অনুপ্রাণিত হয় দেশের প্রত্যেক শিশু। স্বপ্ন দেখা শুরু হয়, একদিন ব্যাট ধরে তারাও নীল জার্সি পরে মাঠে নামবে। বিরাটের কেরিয়ার ও তাঁর নেতৃত্বেরও প্রশংসা করেন যুবি। তিনি বলেন, "আমি তোমাকে সতীর্থ ও বন্ধু হিসেবে পেয়েছি, এটা আমার কাছে গর্বের।"
আরও পড়ুন: ঋদ্ধিমান সাহার বাদ পড়া নিয়ে সৌরভেকে চিঠি, পুনর্বিবেচনার অনুরোধ অশোক ভট্টাচার্যের
T20 ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়েন বিরাট। তারপরই বোর্ডের নির্দেশে তাঁকে ওয়ানডে অধিনায়ক থেকেও সরে যেতে হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজে ২-১ সিরিজে হারের পর টেস্ট অধিনায়কত্বও ছাড়েন বিরাট।