T20 সিরিজে (T20 Series) হোয়াইটওয়াশ করার পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত (Team India)। মোহালিতে মঙ্গলবার প্র্যাকটিসে নামলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কেরিয়ারের শততম টেস্ট (100th Test) খেলার প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিও (Virat Kohli)।
মোহালিতে (Mohali) দর্শকাসনের অনুমতি দেয়নি বোর্ড। তবে শততম টেস্টে সবার নজর থাকবে বিরাটের ব্যাটের দিকেই। এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ নেটে কাটালেন বিরাট। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সেঞ্চুরি নেই। শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে সেঞ্চুরি চাইছে তাঁর অনুরাগীরাও।
আরও পড়ুন: শাহবাজের ৩ উইকেট, রঞ্জিতে হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে বাংলা
টিমের সঙ্গে চণ্ডীগড়ে যোগ দিয়েছেন ঋষভ পন্থ, শুভমান গিল, হনুমা বিহারী, কেএস ভরত, মহম্মদ শামি, মায়াঙ্ক আগরওয়ালরা। টেস্ট ক্রিকেটে দলকে প্রথম নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার থেকে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।