আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli 74th Century)। ওয়ানডে ক্রিকেটে ৪৬তম সেঞ্চুরি করলেন। তাঁর এই সেঞ্চুরির সঙ্গে তিরুঅনন্তপুরমে একাধিক রেকর্ড তৈরি হল। শ্রীলঙ্কার বিরুদ্ধেই মাহেলা জয়াবর্ধনের রেকর্ড ভাঙলেন কোহলি। ঘরের মাঠে সেঞ্চুরির হিসেবে সচিনকে (Sachin Tendulkar) ছাপিয়ে গেলেন বিরাট। ২১টি সেঞ্চুরি তাঁর।
ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি রান (Highest ODI Runs) আছে সচিন তেন্ডুলকরের। দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা। তিনে রিকি পন্টিং, চারে সনৎ জয়সূর্য। পাঁচে এতদিন ছিলেন মাহেলা জয়াবর্ধনে। সেই স্থানেই ঢুকে গেলেন বিরাট কোহলি।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ৩৯১ রানের টার্গেট, দ্রুততম ১৫০ বিরাট কোহলির, সেঞ্চুরি শুভমান গিলের
এতদিন পর্যন্ত ঘরের মাঠে ২০টি সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর। গুয়াহাটিতেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট। তিরুঅনন্তপুরমে সেঞ্চুরি করে সচিনকে ছাপিয়ে গেলেন তিনি।