কোনওদিন বিশ্বকাপ খেলেননি। সেকারণে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচই ছিল ডিন এলগারের কাছে বিশ্বকাপ সম। অথচ এই কেপটাউনের সিরিজ পুরোপুরি না জিতেই বিদায় জানাতে হল তাঁকে। কারণ এটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ ক্রিকেট ম্যাচ।
এলগারের একটি বলে স্লিপে ক্যাচ নিয়েছিলেন বিরাট কোহলি। যদিও তিনি আউট হওয়ার পর কোনও সেলিব্রেশন করেনি টিম ইন্ডিয়া। বরং আলিঙ্গণ করেই বিদায় জানানো হয় তাঁকে। বুমরা,মুকেশ সহ একাধিক ভারতীয় প্লেয়ার তাঁকে শুভেচ্ছা জানান। নিজের জার্সিতে সই করে ডিন এলগারকে উপহার হিসেবে দিলেন বিরাট।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন তেম্বা বাভুমার। পরিবর্তে পুরো সিরিজে অধিনায়কের ভার এলগারের কাঁধেই। এই সিরিজ জিতেই টেস্ট ক্রিকেটে ইতি টানার পরিকল্পনা থাকলেও তা অধরাই থেকে গেল।