ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। প্র্যাকটিস ম্যাচে অনিশ্চিত বিরাট কোহলি। জানা গিয়েছে, মালদ্বীপে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিরাট।
টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের কর্তা জানিয়েছেন, "বিরাট মালদ্বীপে ছুটি কাটিয়ে ফেরার পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এখন সুস্থ বিরাট।" যা কোচ রাহুল দ্রাবিড় ও টিম ইন্ডিয়ার জন্য বড় চিন্তা। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে তাই অনিশ্চিত বিরাট।
আরও পড়ুন: এবার কি বিনোদনের জগতে ধোনি! সুপারস্টার বিজয়ের হাত ধরেই প্রথম তামিল ছবি?
আইপিএলের পর বিশ্রামে যান বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজেও খেলেননি তিনি। আশা করা হয়েছিল ইংল্যান্ডে প্র্যাকটিস খেলেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন তিনি। ১ জুলাই থেকে হচ্ছে অসমাপ্ত সিরিজের শেষ টেস্ট। যেখানে জিতলে ইংল্যান্ডে সিরিজ জিতে নেবে ভারত।