শতরানের রেকর্ডে আগেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গিয়েছেন বিরাট কোহলি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখেও মাস্টার ব্লাস্টারকে টপকে দিলেন কিং কোহলি (Virat Kohli)। বর্ডার-গাভাসকর (Ind Vs Aus) ট্রফির দ্বিতীয় টেস্টের দিনেই ২৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন বিরাট। গড়লেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রানের মাইল ফলক।
৫৭৭টি ইনিংস খেলে ২৫ হাজার রান করেছিলেন সচিন। এত বছর ধরে ভারতীয় হিসেবে শুধু তাঁর নাম ছিল এই ২৫ হাজারি রানের ক্লাবে। এবার তাঁর নামের পাশাপাশি যোগ হল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নাম। বিরাট ৫৪৯ তম ইনিংসেই টপকে গেলেন সচিনকে।
আরও পড়ুন - উইকেট হারিয়েও দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের কাছে ভারত