বিরাট কোহলির (Virat Kohli) খারাপ ফর্ম নিয়ে যেন চিন্তার শেষ নেই। গত কয়েকবছর আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। আইপিএলেও (IPL) সেই ফর্মে দেখা যাচ্ছে না। দেশের নেতৃত্ব থেকেও সরতে হয়েছে তাঁকে। এশিয়া কাপের (Asia Cup) আগেও ফের শুরু হয়েছে বিরাটের ফর্ম নিয়ে চর্চা। প্রথম ম্যাচেই সামনে পাকিস্তান (India vs Pakistan)। অবশেষে নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট। বিরাটের মতে, তিনি জানেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিরাট কোহলি বলেন, "আমি যখন নিজে মনে করছি, ছন্দে ফিরেছি,তখন ভাল ব্যাট করছি। তাই আমার কাছে এটা কোনও ইস্যু নয়। কিন্তু ইংল্যান্ডে এমনটা মনে হয়নি। ওখানে মনে হয়েছে, আমি একেবারেই ব্যাট করতে পারছি না। ফলে আমাকে এটা নিয়ে আরও পরিশ্রম করতে হবে। যাতে এই সমস্যার সুরাহা করতে পারি।" কেরিয়ারে সবারই উত্থান-পতন থাকে। সেটাও এদিন স্বীকার করে নিয়েছেন বিরাট। তিনি বলেন, "এই পরিস্থিতি কাটিয়ে ফের বেরিয়ে আসতে পারব। ধারাবাহিকতাও পাব। এই সময়কালে যা অভিজ্ঞতা পেলাম তা অনেক। আমি কখনও নিজেকে মানুষ হিসেবে এত গুরুত্ব দিয়ে দেখিনি।"
আরও পড়ুন: 'কয়েকটা প্যারাসিটামল খেলেই ও ঠিক হয়ে যাবে' রাহুল দ্রাবিড়কে নিয়ে বললেন রবি শাস্ত্রী
এশিয়া কাপে প্রথম ম্যাচেই ভারত পাকিস্তান। এই ম্য়াচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে। প্রাক্তন ক্রিকেটাররা এখনও আশা করছেন, এশিয়া কাপে পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে ঠিক কামব্যাক করবেন বিরাট। আবার বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে বাবর আজমকেও। মেগা টুর্নামেন্টে বিরাট ফর্ম পেলে T20 বিশ্বকাপে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।