কেরিয়ারে খারাপ সময় চলছে। ব্যাটে রান আসছে না। নেতৃত্ব ছাড়ার পরেও অব্যাহতি নেই খারাপ সময়ের। এবার আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধাক্কা খেতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাটকে। এমনই দাবি এক ক্রিকেট ওয়েবসাইটের।
জানা গিয়েছে, বোর্ডের একাংশ বিরাটকে বাইরে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa Series) দল তৈরি করতে চাইছেন। কিন্তু টানা খারাপ ফর্মে চিন্তিত বিসিসিআই (BCCI) ও বোর্ডের নির্বাচকরা। একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, বোর্ডকর্তারা নির্বাচকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। দাবি করা হয়েছে, নির্বাচকরাই বিরাটের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরে বিরাটকে বিশ্রামে পাঠানো হতে পারে।
আরও পড়ুন: নাইটদের লক্ষ্য মিশন ইডেন, বৃহস্পতিবার আইপিএলে বদলার ম্যাচে প্রতিপক্ষ দিল্লি
শুধু তাই নয়, T20 ক্রিকেট থেকেও বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। বোর্ড সূত্রে খবর, বোর্ডের একাংশ চাইছে,ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্য বিরাটকে T20 বিশ্বকাপেও বিশ্রাম দেওয়া হতে পারে। তবে আইপিএলের শেষ পর্যন্ত দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বোর্ডের অন্য অংশ বিরাটকে টিমে রাখতেই চাইছে।