পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) সব সময় সেরা। সেটা এশিয়া কাপ (Asia Cup) হোক, বা T20 বিশ্বকাপ। মেলবোর্নে এবার ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) নিয়ে পারদ ছিল তুঙ্গে। সেই ম্যাচে বিরাটের ফর্ম ফিরে পাওয়া ও ভারতের জয় যেন একটা সমাপতন। ৫৩ বলে ৮২ রান করলেন বিরাট। ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৫৪.৭১। অবিশ্বাস্য পারফরম্যান্সে মেলবোর্নের এক লক্ষ দর্শকের সামনে ইতিহাস তৈরি করলেন বিরাট।
মাথায় ১৬০ রানের টার্গেট। রোহিত, কে এল রাহুলের মতো দুই ওপেনার প্রথমেই ফিরে গিয়েছেন। গ্যালারিতে লক্ষাধিক দর্শকের গর্জন। তার উপর পাকিস্তান ম্যাচের প্রত্যাশার চাপ। সব সামলে বিরাটের ব্যাটে ৮২ রানের ইনিংস এল। প্রত্যেকটা রান যেন এতদিন তাঁর বিরুদ্ধে সব সমালোচনার জবাব। তবে ম্যাচের পর বিরাট জানান, অস্ট্রেলিয়া ম্যাচে মোহালির ৫২ বলে ৮২ রানের ইনিংসকেই তিনি এগিয়ে রাখবেন। এই ৮২ রানের ইনিংস বিরাটের কাছে সেরা নয়।
আরও পড়ুন: হার্দিক ও বিরাটের ১১৩ রানের পার্টনারশিপ, যেভাবে এল পাকিস্তানের বিরুদ্ধে জয়
বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপ থেকে ফর্মে ফিরবেন বিরাট। সেই ভবিষ্যদ্বাণীকেই সঠিক প্রমাণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে বিরাট ফর্মে ফেরায় বিপক্ষ টিমের যে চাপ বাড়াল, তা বলাই যায়।