ক্রিকেটের সব ফরম্যাট থেকে নেতৃত্ব (Captaincy) ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কেন ছাড়লেন নেতৃত্ব, তা নিয়ে অবশেষে মুখ খুললেন বিরাট নিজে।
ফায়ারসাইড চ্যাটের একটি এপিসোডে বিরাট বলেন, সরে দাঁড়ানোর নেতৃত্বের একটি অংশ। একই গুণমান বজায় রেখে অন্য পথের প্রয়োজন হয়। সেটা সঠিক সময় বোঝাও প্রয়োজন। তিনি বলেন, "যখন আমি টিমের ক্রিকেটার ছিলাম, তখনও একজন অধিনায়কের মতোই ভাবতে চেষ্টা করতাম। আমি এবার নিজেকে নেতৃত্ব দিতে চাই।"
আরও পড়ুন: আইপিএলে লিগের ম্যাচ হতে পারে মহারাষ্ট্রের তিন স্টেডিয়ামেই, প্লে-অফ পেতে পারে গুজরাট
মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব ছাড়ার পর টিম ইন্ডিয়ার (Team India) দায়িত্ব নেন বিরাট। সেই সময়ের কথাও মনে করে বিরাট জানান, দায়িত্ব নিয়ে টিমের কালচারকে পালটানোর চেষ্টা করেছিলেন তিনি। বিরাট বলেন, "স্কিলের দিক থেকে আমরা সেই সময় একেবারেই পিছিয়ে ছিলাম না। টিমের প্রতিভাকে আরও কীভাবে কাজে লাগানো যায়, তার কথা ভেবেছিলাম।"