রবিবাসরীয় ম্যাচে মেগা লড়াইয়ে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। শুরুতেই আরসিবিকে ধাক্কা রাজস্থানের। ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন বিরাট কোহলি। ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে ফিরলেন বিরাট।
শুধু বিরাটই নয়, দ্বিতীয় ওভারে এসেও সাফল্য পেলেন বোল্ট। ফেরালেন শাহবাজ আহমেদকে। রবিবার ট্রেন্ট বোল্টের ডেলিভারির সামনে দাঁড়াতে পারছেন না কোনও ব্যাটসম্যান। ২ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন বোল্ট।
তবে অন্যদিনের মতো এদিনও দুর্ধর্ষ ফর্মে আছেন ফাফ দুপ্লেসি। তাঁর ব্যাট থেকে কত রান আসে, সেটাই দেখার।